About Lesson
আজ আমরা আলোচনা করবো অসমতা ও পরমমান নিয়ে। এই বিষয়টি থেকে GRE সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসায় একটা ভিডিওতে সবধরনের অংক যুক্ত করা একটু কঠিন ও ঝামেলায় কাজ। তাই এই ভিডিওটিতে মূলত GRE সম্পর্কিত প্রশ্নই যুক্ত করা হলো। অন্য কোনো ভিডিওতে এই টপিকের একাডেমিক সহ অন্যান্য পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ।
ভিডিওটি আমি দুই ভাগে ভাগ করেছি। ১ম ভাগ ব্যাসিক ও মিডিয়াম লেভেলের ১০ টি অংক নিয়ে এবং ২য় ভাগ মোটামুটি কঠিন লেভেলের ১০ টি অংক নিয়ে। সবগুলো অংকই অফিসিয়াল GRE Quant এবং Manhattan 5 LB থেকে নেয়া। আজ আমরা আলোচনা করবো ভিডিওটির ১ম ভাগ নিয়ে।