Course Content
Tutor Topics
0/17
সহীহ্ হাদীসের আমল
    About Lesson

    আল্লাহর পছন্দের ৪ টি জিকির!

    ✅ আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

    তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “আমার এই বাক্যমালা (সুবহানাল্লাহি অলহামদুলিল্লাহি অলা ইলাহা ইল্লাল্লাহু অল্লাহু আকবার।

    অর্থাৎঃ “আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহর যাবতীয় প্রশংসা; আল্লাহ ছাড়া (সত্যিকার) কোনো ইলাহ নেই এবং আল্লাহ সব চাইতে মহান।”

    পাঠ করা সেই সমস্ত বস্তু অপেক্ষা অধিক প্রিয়, যার উপর সূর্যোদয় হয়।”

    (সহীহুল বুখারী ৬৪০৬, ৬৬৮২, ৭৫৬৩, মুসলিম ২৬৯৪, তিরমিযী ৩৪৬৭, ইবনু মাজাহ ৩৮০৬, আহমাদ ৭১২৭)

    রিয়াদুস সলেহিন, হাদিস নং ১৪১৭
    হাদিসের মান: সহিহ হাদিস

    ✅ সামুরা ইবনু জুন্দুব (রাঃ) থেকে বর্ণিতঃ

    তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহর নিকটে অধিক প্রিয় হচ্ছে চারটি কালিমা সম্বলিত এ দু’আটি। এর মধ্যে যে কোন একটি দ্বারা তুমি আরম্ভ করবে তাতে তোমার কিছু আসে যায় না।
    উচ্চারণঃ সুবহানাল্লাহি, ওয়ালহামদুলিল্লাহি ওয়া-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।
    অর্থঃ আল্লাহ পবিত্র, আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, আল্লাহ ছাড়া কোন মা‘বূদ নেই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। [১৬৫৪]

    মুসলিম ২১৩৭।

    বুলুগুল মারাম, হাদিস নং ১৫৪৬
    হাদিসের মান: সহিহ হাদিস