About Lesson
Part 01 – Types of Numbers Basic Information
SL No | Term | Definition |
---|---|---|
01 | Digit | কোনো সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে digit বলে । যেমনঃ 247 সংখ্যাটির digit তিনটি – 2, 4, 7. |
02 | Positive Number | যেসব সংখ্যার আগে + চিহ্ন থাকে (সাধারণ আমরা দিই না) তাদেরকে positive number বলে। যেমনঃ 5, 8, 13, 25, 56 etc. |
03 | Negative Number | যেসব সংখ্যার আগে – চিহ্ন থাকে তাদেরকে negative number বলে। যেমনঃ -5, -8, -13, -25, -56 etc. |
04 | Zero | 0 কিন্তু positive number ও না, negative number ও না, 0 নিজেই আলাদা একটা প্রকারভেদ। তবে non-negative number বললে 0 সহ positive number গুলো হবে এবং non-positive number বললে 0 সহ negative number গুলো হবে । |
05 | Non-positive Number | Zero+ Negative Number. |
06 | Non-negative Number | Zero+ Positive Number. |
07 | Natural Number | গণনা করা যায় এমন প্রত্যেকটি সংখ্যাকে natural number বলে। যেমনঃ 1, 2, 3, 10, 150, 517 etc. |
08 | Perfect Square | কোনো natural number কে বর্গমূল করলে যদি integer আসে তবে তাকে perfect square বা square number বলে। যেমনঃ 4, 9, 16, 25, 36 etc. |
09 | Integer | Integer হলো সেইসব সংখ্যা যেগুলোতে কোনো দশমিক বা ভগ্নাংশ থাকে না । যেমনঃ 0, 2, 5, -12, -46 etc. |
10 | Even Number | যেসব integer সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় তাদেরকে even number বলে। যেমনঃ 6, 14, 20, 28, 42, -120, -246 etc. |
11 | Odd Number | যেসব integer সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না তাদেরকে odd number বলে। যেমনঃ 7, 11, 15, 23, 27, -51, -123 etc. |
12 | Whole Number | 0 সহ positive integer কে একত্রে whole number বলে। যেমনঃ 0, 1, 2, 5 etc. |
13 | Decimal Number | যেসব সংখ্যার সাথে দশমিক চিহ্ন (.) থাকে তাদেরকে decimal number বলে। যেমনঃ 3.5, 2.4, -12.7 etc. |
14 | Rational Number/Fraction | যেসব সংখ্যাকে a/b আকারে প্রকাশ করা যায় (যেখানে b≠0) তাদেরকে rational number বা fraction বলে। যেমনঃ 9/4, 5/12, (-6)/7 etc. |
15 | Irrational Number | যেসব সংখ্যাকে a/b আকারে লেখা যায় না এবং দশমিকে প্রকাশ করলে দশমিকের পর অসীম ঘর পর্যন্ত যেতে থাকে তাদেরকে irrational number বলে। যেমনঃ π, e, Φ, √2 etc. |
16 | Proper Fraction | যেসব fraction number এ b>a তাদেরকে proper fraction বলে। যেমনঃ 3/5,6/13,5/12 etc. |
17 | Improper Fraction | যেসব fraction number এ a>b তাদেরকে improper fraction বলে। যেমনঃ 7/2,12/5,22/7 etc. |
18 | Mixed Fraction | Improper fraction কে a b/c=(ac+b)/c=a+b/c আকারে প্রকাশ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটাই mixed fraction. যেমনঃ 7/2=3 1/2=3+1/2 , 12/5=2 2/5=2+2/5 etc. |
19 | Prime Number | যেসব সংখ্যাকে 1 এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাদেরকে prime number বলে। যেমনঃ 2, 3, 5, 7, 11, 13, 17, 19 etc. |
20 | Composite Number | Prime number ছাড়া অন্য সংখ্যাগুলোকে composite number বলে। যেমনঃ 6, 10, 12, 18, 30, 50, 64 etc. |
21 | Consecutive Number | একাধিক number এর মধ্যে সুনির্দিষ্ট ব্যবধান থাকলে তাদেরকে consecutive number বলে। যেমনঃ 1, 2, 3; 5, 7, 9; 2, 5, 8 etc. |
22 | Consecutive Even Integer | একাধিক even number এর মধ্যে সুনির্দিষ্ট ব্যবধান থাকলে তাদেরকে consecutive even integer বলে। যেমনঃ 2, 4, 6; 16, 18, 20; 52, 54, 56 etc. |
23 | Consecutive Odd Integer | একাধিক odd number এর মধ্যে সুনির্দিষ্ট ব্যবধান থাকলে তাদেরকে consecutive odd integer বলে। যেমনঃ 1, 3, 5; 17, 19, 21; 53, 55, 57 etc. |
24 | The Fibonacci Number/Sequence | The Fibonacci Sequence হচ্ছে এমন একটি number sequence যেখানে পাশাপাশি দুইটি সংখ্যাকে যোগ করলে পরের সংখ্যাটি হয়। যেমনঃ 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55 etc. |
25 | Real Number | উপরে যত ধরণের সংখ্যা নিয়ে আলোচনা করা হলো তার সবগুলোই real number বা বাস্তব সংখ্যা। যেমনঃ 2,-5.6 , 3/7 , π etc. |
26 | Complex Number | i (√(-1)) যুক্ত সংখ্যাকে complex number বা imaginary number বলে। Negative Number এর বর্গমূল করলে এই ধরণের সংখ্যা আসে । যেমনঃ √(-4)=√(4×-1)=2√(-1)=2i , 2-√(-9)=2-√(9×-1)=2-3√(-1)=2-3i etc. |
Part 02 – Types of Numbers Class Video
Video Copyright
© 2024 ourwebschool.com.
This video is copyrighted by https://ourwebschool.com.
This video is intended for personal viewing only. Any commercial use is prohibited without prior written permission from the copyright holder. Any unauthorized copying, editing, exhibition, distribution, or other use of this video is strictly prohibited.
Background Music Copyright
Sunset Landscape by Keys of Moon | https://soundcloud.com/keysofmoon
Music promoted by https://www.chosic.com/free-music/all/
Creative Commons CC BY 4.0
https://creativecommons.org/licenses/by/4.0/