Course Content
Tutor Topics
0/17
সহীহ্ হাদীসের আমল
About Lesson

১০০০ নেকি অর্জনের আমল!

সা’দ ইবনু আবী ওয়াক্কাস (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার সঙ্গে উপস্থিত সাহাবীগণকে বললেনঃ “তোমাদের কেউ কি এক হাজার নেকী অর্জন করতে অক্ষম?” উপস্থিতদের একজন প্রশ্ন করলেন, “আমাদের একজন কিভাবে এক হাজার নেকী অর্জন করবে?” তিনি বললেনঃ “তোমাদের কেউ একশতবার তাসবীহ (সুবহানাল্লাহ) পাঠ করলে তার আমলনামায় এক হাজার নেকী লিপিবদ্ধ করা হবে এবং তার এক হাজার অপরাধ ক্ষমা করা হবে।”

সহীহঃ মুসলিম (হাঃ ৮/৭১)।

জামে’ আত-তিরমিজি, হাদিস নং ৩৪৬৩
হাদিসের মান: সহিহ হাদিস